• ১৫ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই জিলহজ, ১৪৪৫ হিজরি

বিশ্বনাথে স্ত্রীর জন্যে স্বামীর আত্মহত্যা

sylhetsurma.com
প্রকাশিত মে ২৬, ২০১৭

বিশ্বনাথ সংবাদদাতা :   বিশ্বনাথে অন্য ছেলের হাত ধরে স্ত্রী পালিয়ে যাওয়ার অভিমানে আব্দুল তাহিদ (৩১) নামের এক স্বামী আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার দেওকলস ইউনিয়নের সৎপুর খাসজান গ্রামের মৃত সমশের আলীর ছেলে। বৃহস্পতিবার সকালে পার্শ্ববর্তী বাড়ির একটি বটগাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে থানা পুলিশ। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, প্রায় এক সপ্তাহ পূর্বে এক নলকূপ মিস্ত্রির হাত ধরে তার স্ত্রী পালিয়ে যায়। গত বুধবার অপর আরেক নলকূপ মিস্ত্রীকে সাথে নিয়ে স্ত্রীকে বাড়ি ফেরাতে গিয়ে ব্যর্থ হন তাহিদ। পরে অভিমানে গলায় রশি দিয়ে আত্মহত্যা তিনি আত্মহত্যা করেছেন।  এসআই কল্লোল গোস্মামী বিষয়টি নিশ্চিত করে বলেন, সহজ সরল প্রকৃতির ওই লোকটি গাছের ডালের সঙ্গে গলায় রশি দিয়ে দিয়ে আত্মহত্যা করেছে।